বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

 বিয়ের আগেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী **রাশমিকা মান্দানা** সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক **বিজয় দেবেরাকোন্ডা**র সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। চলতি মাসের ৩ অক্টোবর হায়দরাবাদের নিজ বাসায় ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের আংটিবদল অনুষ্ঠান। শোনা যাচ্ছে, আগামী **২০২৬ সালের ফেব্রুয়ারিতে** চারহাত এক করবেন এই তারকা যুগল।

 

বিয়ের আগেই সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন রাশমিকা। সম্প্রতি নতুন সিনেমা **‘দ্য গার্লফ্রেন্ড’**-এর প্রচারে গিয়ে তিনি বলেন, “আমি এখনো মা হইনি, তবে জানি একদিন হবো। আমি এমন এক ভালোবাসা অনুভব করি এই ছোট্ট মানুষদের জন্য, যারা এখনো পৃথিবীতে আসেনি। আমি তাদের রক্ষা করতে চাই।”

 

অভিনয়ের ব্যস্ত সময়সূচি নিয়েও কথা বলেন তিনি। রাশমিকা বলেন, “অতিরিক্ত কাজ করা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকেও সময় দিতে হবে।”

 

রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা প্রায় **সাত বছর** ধরে সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের সূচনা হয়েছিল ‘**গীতা গোবিন্দম**’ ও ‘**ডিয়ার কমরেড**’ সিনেমার শুটিং সেটে। দীর্ঘদিন গোপন রাখলেও শেষ পর্যন্ত তাদের প্রেম বাগদানে গড়িয়েছে।

 

রাশমিকার অভিনয় জীবন শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে। ২০১২ সালে তিনি জেতেন **‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’** খেতাব। এরপর ২০১৬ সালে ‘**কিরিক পার্টি**’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর, যা তাকে এনে দেয় **সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস**-এর স্বীকৃতি। এরপর ‘**গীতা গোবিন্দম**’, ‘**ডিয়ার কমরেড**’, ‘**সারিলেরু নীকেবারু**’ ও ‘**পুষ্পা**’—প্রতিটি ছবিতে দর্শকদের মন জয় করেছেন তিনি।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার নতুন ছবি **‘থাম্মা’**, যেখানে তিনি অভিনয় করেছেন **আয়ুষ্মান খুরানার** বিপরীতে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যে **বক্স অফিসে ভালো সাড়া** ফেলেছে।
 

 

এই বিভাগের আরো খবর